1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে সাবেক পৌর মেয়রসহ ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথপুরে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিডিআর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ আলাদিনের চেরাগ নেই, যে সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা হবিগঞ্জে বিল দখল নিয়ে রণক্ষেত্র/ টর্চ জ্বালিয়ে চলে সং ঘ র্ষ যেসব কারণে অন্তর মরে যায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ জগন্নাথপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা জুলাই বিপ্লবকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

সুনামগঞ্জে সাবেক পৌর মেয়রসহ ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে গেল চার আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়রসহ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে একই মামলায় সোমবার বিকালে গ্রেপ্তারকৃত শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট অবনী মোহন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র বুধবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেন।
মঙ্গলবার বেলা ১১ টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন শুনানীর সময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখ্ত ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল, মসিবুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন দ্রুত বিচার আইনের বিচারক নির্জন কুমার মিত্র।
একই আদালতে সোমবার বিকালে শাল্লা উপজেলা সদর থেকে গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাসকে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ।
অন্যদিকে, অবনী মোহন দাসের আইনজীবীরা তার জামিন চান। দ্রুত বিচার আইনের বিচারক নির্জন কুমার মিত্র আজ বুধবার রিমান্ড এবং জামিন শুনানীর দিন ধার্য করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গেলো ২৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
কোর্ট ইন্সপেক্টর আকবর আলী আদালতের এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। আসামিদের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম ও সাবেক পিপি খায়রুল কবির রুমেনও একই তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। জহুর আলীর ভাই হাফিজ আহমদ এই ঘটনায় গেল দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com