1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কালিমা পড়তে থাকা বিমানের যাত্রী বাঁচলেন অবিশ্বাস্যভাবে! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট: ওয়ার্ড আ লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার গাজায় গণহত্যার বিরুদ্ধে সবাইকে রাজপথে নামার আহ্বান সারজিসের মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, খতিবসহ নিহত ৩ ছাতকে মিজান চৌধুরী-গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া ঠেকসই সংস্কার সম্ভব নয় বছরজুড়ে রোজা রাখার সওয়াব লাভের উপায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা জগন্নাথপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে দলের প্রার্থী হিসেবে শাহীনুর পাশাকে সমর্থন জগন্নাথপুরে মুক্ত সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সন্তানের দ্বিনি শিক্ষা নিশ্চিত করা আবশ্যক জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিমা পড়তে থাকা বিমানের যাত্রী বাঁচলেন অবিশ্বাস্যভাবে!

  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন। কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি। উল্টো মনে-প্রাণে ডেকেছেন আল্লাহকে। কালিমা পড়তে পড়তে নিয়েছিলেন মৃত্যুর প্রস্তুতিও। কিন্তু আল্লাহ যদি চায়, তাহলে কারোরই যে কিছু করার ক্ষমতা নেই, তা আরও একবার দেখা গেল। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনি প্রাণে বেঁচে যাওয়া এক গল্প এটি।

গত বুধবার কাজাখস্তানের আকতাও শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান ২৯ জন। সেই বেঁচে যাওয়াদেরই একজন সুবহোনকুল রাখিমভ।
বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমভ। তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি। এ সময় তিনি তাকবির দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন। কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমভ। তিনি জানান, প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি, যেকোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও, তেমন কিছু ঘটেনি।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখিমভ গণমাধ্যমকে জানান, এভাবেই এক মিনিটের বেশি সময় কেটে যায়। কিছু না ঘটায় আমি তাকবির দিতে থাকি। কালিমা পড়তে থাকি। আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে। এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের মাথার ওপর ঝুলতে দেখা যায়।

বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও করেন রাখিমভ। সেখানে দেখা যায়, বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে। ভেতরে মানুষজনকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকশ মিটার দূরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় জরুরি কর্মীদেরও উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com