স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ফুটপাত থেকে কমপক্ষে ৫টি ভাসমান দোকান অপসারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব দোকান অপসারণ করা হয়।
জানা যায়, অনেকদিন ধরে পৌরশহরে ফুটপাত দখল করে উপড়ি দোকান ও স্থাপনা বসিয়ে ব্যবসা চলছিল। এতে করে পথচারিদের চলাফরায় চরম প্রতিবন্ধকতার সৃষ্টির পাশাপাশি শহরে যানজট লেগেই থাকে। জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষে গতকাল উপজেলা সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের টিএনটি এলাকা ও ইকড়ছই মাদসারা পয়েন্টেসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফুটপাতে বসানো ৫টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া বেআইনিভাবে গাড়ি পার্কিং করায় এক চালককে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছ॥
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।