1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের ওসি কে ‘শিবির কর্মী’ বলে প্রচার/ জামায়াতের নিন্দা ও প্রতিবাদ জগন্নাথপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষ, আইনজীবী নিহত রাণীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা-কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তপ্ত পাকিস্তান / নিহত ৫ ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি উচ্চাকাঙ্ক্ষা যেভাবে মানুষকে মৃত্যু থেকে গাফেল রাখে

আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

 

 

তিনি লেখেন, জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বন্দর নগরীসহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

 

যেকোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ড. ইউনূস।

এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নিহত আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। সাইফুল লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

 

 

জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন।

 

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

সুত্র কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com