সুনামগঞ্জর জগন্নাথপুরের কৃষক তখলিছ মিয়া হত্যা মামলায় লিটন মিয়া (৩৫) ও মো. সুমন মিয়া (৩৩) নামের দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ১০ হাজার টাকা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।
গতকাল বুধবার দুপুর পৌণে ১টায় জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন।
পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামারগাঁও (মিলিক)গ্রামের বারিক মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানাযায়, আশারকান্দির জামারগাঁও (মিলির) গ্রামের তখলিছ মিয়া ও একই গ্রামের বারিক মিয়ার মধ্যে বেশ কিছু দিন ধরে বসত বাড়ির চলাচলে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২০২০ সালের ২৩ মে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তখলিছ মিয়া গরু নিয়ে বাড়ির রাস্তা দিয়ে বসত বাড়িতে উঠার সময় লিটন মিয়া, সুমন মিয়া তাদের বাবা বারিক মিয়াসহ আসামিরা তখলিছ মিয়ার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে।
প্রতিপক্ষের হামলায় তখলিছ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে তার ছেলে কবির মিয়া সহ স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে জগন্নাথপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ মে উন্নয়ন চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ২৫ মে রাতে তখলিছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনায় তখলিছ মিয়ার ছেলে মো. কবির মিয়া বাদী হয়ে ২৬ মে জগন্নাথপুর থানায় ১২ জন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। এছাড়া এ মামলায় আদালত আসামি ময়না মিয়া, মো. খোকন মিয়া, শায়েখ মিয়া, বারিক মিয়া, সোনাফর মিয়া, রুহুল আমিন ও ইয়াছিন মিয়াকে বেখসুর খালাস দেন এবং সাজু মিয়া, ইমন মিয়া ও হুসাইন মিয়া শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলছে।
সুত্র বাসস