1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ছাতকে উপজেলা যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

ছাতকে উপজেলা যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কোতোয়ালি থানা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

 

বিল্লাল আহমদ উত্তর খুরমা ইউনিয়নের আমের তল গ্রামের মরহুম খয়রুল ইসলামের ছেলে এবং ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাত ভাই।

 

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, শাহপরান থানার একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। শাহপরাণ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের করতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র:কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com