স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদপর উদ্যাগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার উপজেলা সদরের জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেবের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী। এতে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য বিভাস দে, কাজল বণিক,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র,কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ,আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রিংকু ভট্টাচার্য, দাস সম্প্রদায় পূজা উদযাপন পরিষদ নেতা সুরাই দাশ, নিকিল দাস,খালিলা মাতৃবন্দনা যুব সংঘের সভাপতি সঞ্জয় কান্তি দে সনজিত ,সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দাশ,রসুলগঞ্জ বাজার পূজা কমিটির সাধারণ সম্পাদক সুদীপ দে,বাউরকাপন সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন পাল,লহরী লহরী শিবদূর্গা পূজা কমিটির পঙ্কজ দেবনাথ, গোপড়াপুর গোপাল জিউর আখড়া পূজা কমিটির সভাপতি সুভাষ তালুকদার, রানীগঞ্জ বাজার পূজা কমিটির সভাপতি ডাক্তার কৃপাসিন্ধু দাশ,হিলালপুর পূজা কমিটির সভাপতি ধরনী চৌধুরী, রৌয়াইল পূজা কমিটির সাধারণ সম্পাদক মন্তোষ দাস,মেঘারকান্দি পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস,হরিনাকান্দি পূজা কমিটির সাধারণ সম্পাদক কানন দাস,কামড়াখাই পূজা কমিটির সভাপতি সুশান্ত দাস,অনুচন্দ পূজা কমিটির সভাপতি অধীর সূত্রধর,শ্রীকৃষ্ণপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক সবুজ রাম রবি,পাইকপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক লিটন দাস,আলীপুর পূজা কমিটির কোষাধ্যক্ষ অধেন্দু রায়,আলাগদি পূজা কমিটির সভাপতি জ্যোতিষ চক্রবর্তী প্রমুখ সভার শুরুতে গীতা পাঠ করেন গীতামন্দির শিক্ষক সুধীর চক্রবর্তী। সভার শুরুতে কমিউনিটি নেতা মিন্টু রঞ্জন ধরের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ৪১টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব উদযাপন করা হবে। সভায় পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে পূজার প্রস্তুতি গ্রহণ বিষয়ে আলোচনা হয়।