1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বন্যার্ত ফেনী ও নোয়াখালী তে ত্রান সহায়তা নিয়ে জগন্নাথপুরের সেচ্ছাসেবক টিম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

বন্যার্ত ফেনী ও নোয়াখালী তে ত্রান সহায়তা নিয়ে জগন্নাথপুরের সেচ্ছাসেবক টিম

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১১৭ Time View

স্টাফ রিপোর্টার- ভয়াবহ বন্যায় দেশের দক্ষিন-পূর্বাঞ্চলের জেলা ফেনী ও নোয়াখালী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাধারণ ছাত্র-জনতা সহ সর্বস্তরের জনগন। জানা যায়,গত ২৮ শে আগস্ট জগন্নাথপুর উপজেলার সাধারন ছাত্র-জনতার উদ্যোগে উপজেলার দেশ-বিদেশে অবস্থিত সর্বস্তরের নাগরিকের আর্থিক সহায়তায় একটি সেচ্ছাসেবক টিম ফেনী ও নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী, নগদ অর্থ সাহায্য, ও পুরাতন কাপড় নিয়ে রওনা দেন। পরদিন ২৯ শে আগস্ট  বৃহস্পতিবার তারা ফেনী ও নোয়াখালী জেলার বন্যা প্লাবিত বিভিন্ন এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত শুকনো খাবার, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও বিভিন্ন সামগ্রী বিতরন করেন। তাদের এই কাজে সহায়তা করেন স্থানীয় কিছু সেচ্ছাসেবক ও সাধারন নাগরিক। রাত হয়ে যাওয়ায় পরবর্তীতে কিছু ত্রান সুষ্ঠু ভাবে যাতে বন্টন হয় সেজন্য ফেনীতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমা দেয়া হয়।

জগন্নাথপুর ছাত্র-জনতার পক্ষে সেচ্ছাসেবক টিমের ৯ জন সদস্য এই কার্যক্রমে অংশগ্রহন করেন। শাহরিয়ার হোসেন ও মো: আলী আকবর এর নেতৃত্বে সেচ্ছাসেবীদের মধ্যে অন্যরা হলেন মো: আবু তাহের, মো: শাহিনুর রহমান, মো: নুর আলম, মুরাদুল হক, কামরুল ইসলাম, শাহিরা নাফিজ জিতু, ও মো: ইয়াকুব আলী।

 

 


এর আগে, আগস্টের ২৭ তারিখ পর্যন্ত তারা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার হাট, শিক্ষা-প্রতিষ্টান, ব্যবসা প্রতিষ্টান, প্রবাসী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা ও কাপড় সংগ্রহ করেন। জগন্নাথপুর উপজেলা ছাড়াও অন্যান্য এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী বন্যার্তদের সহযোগিতায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেশের এই দুর্যোগের সময়ে যারা বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ও ছাত্র-জনতার যেসব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে অনুদান সংগ্রহ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জগন্নাথপুর ছাত্র-জনতার পক্ষে শাহরিয়ার হোসেন, এডভোকেট জাকির হোসেন, এনামুল ইসলাম, এবং মো: আলী আকবর।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com