জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার (২১) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তাঁরা বউ-শাশুড়ি।
শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে। রেজিয়া আক্তার জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী এবং পিপাসা আক্তার রেজিয়া আক্তারের পুত্র হক মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ওইদিন দুপুর দুইটার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুইজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।