1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিরাইয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

দিরাইয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭৩ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের দিরাই উপজেলায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক বীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রাণকৃষ্ণ সূত্রধরের স্ত্রী জ্যোৎস্না রানী সূত্রধর।

অভিযোগ থেকে জানা গেছে, দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের কামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রাণকৃষ্ণ সূত্রধর যার বীর মুক্তিযোদ্ধা সনদ নম্বর ০১৯০০০০৪৯২৫ লাল মুক্তি বার্তা নম্বর ০৫০২০৪০৫০১। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও এক মেয়ে উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন। কিন্তুু তাঁর ভাই সাবেক মেম্বার  রামকৃষ্ণ সূত্রধর নিজে উত্তরাধিকার সেজে বীর মুক্তিযোদ্ধা প্রাণকৃষ্ণ সূত্রধরের ভাতার টাকা তাী স্ত্রী ও মেয়ে কে না দিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে  উত্তোলন করে আসছেন। এসব জালিয়াতিতে তার ছেলে অনুকুল সূত্রধর সম্পৃক্ত রয়েছে। জোৎস্না রানী সূত্রধর জানান, আমার স্বামীর মৃত্যুর পর আমি অসহায় অবস্থায় ভাইয়ের বাড়িতে বসবাস করে অতিকষ্টে দিন যাপন করছি। আমার স্বামীর ভাতার টাকা প্রকৃত উত্তরাধিকার থাকার পরও আমরা পাচ্ছি না।  সুষ্ঠু তদন্ত ক্রমে উক্ত জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করে প্রকৃত উত্তরাধিকার হিসেবে আমার নামে ভাতার টাকা দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি আবেদন করেছি। তিনি জালিয়াতি ও প্রতারণার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিরাই ও সোনালী ব্যাংক দিরাই শাখার ম্যানেজারকে লিখিতভাবে অবহিত করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com