স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক এমদাদুল হকের অপসারণ দাবি করে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় স্থানীয় চিলাউড়া বাজারে চিলাউড়া গ্রামবাসীর ব্যানারে এ কর্মসুচি পালিত হয়। কর্মসুচি চলাকালে বক্তব্য দেন এলাকার আব্দুল মালেক, ছায়াদ মিয়া, আবু তাহের, বজুলর রহমান, বাবুল মাহমুদ, জামাল উদ্দিন, তাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, আজির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক এমদাদুল হক অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাত করে আসছিলেন। অভিলম্ববে ‘অর্থ আত্মসাতকারী’ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন বক্তারা।
এবিষয়ে জানতে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।