জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর এজেন্টকে ছোরাসহ আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আটক এজেন্ট বহিস্কৃত বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট। সকাল সাড়ে নয়টায় কেন্দ্রে গিয়ে হাতে ছোরা দেখে ওই এজেন্টকে আটক করেন ম্যাজিস্ট্রেট।
আটক এজেন্টের নাম মাসুক মিয়া (৪৫), সে দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস জানান, দোয়াত কলমের এজেন্ট মাসুক মিয়ার হাতে ছোরা দেখে সঙ্গে সঙ্গে আটক করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদানের আদেশ তিনি।