স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের চার বছরের শিশু আমিন খানকে বাঁচাতে চান প্রতিবন্ধি বাবা আরজ খান।
দীর্ঘ তিন মাস যাবত শিশু আমিন মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করা দরকার। এতে প্রয়োজন বহু টাকার। যা প্রতিবন্ধি আরজ খানের পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই সম্ভব নয়।
পরিবারের সদস্যরা জানান, আরজ খানের আট সদস্যের পরিবারে দুইজন প্রতিবন্ধি। ওই পরিবারের একমাত্র উর্পাজন কারী ব্যক্তি তাঁর বড় ফজর আলী। পেশায় একটি বিস্কট কারখানার শ্রমিক। ফজর আলীর রোজগারের টাকায় চলে তাদের সংসার। গত ৩ মাস আগে শিশু আমিনের শরিরে ক্যান্সর রোগ ধরা দেয়। রোগ সনাক্ত হওয়ার পর আত্নিয়-স্বজনসহ বিভিন্ন জায়গা থেকে টাকা যোগার করে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে অপারেশনের টাকার অভাবে শিশু আমিন ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
ওই শিশুর বাবা প্রতিবন্ধি আরজ খান বলেন, টাকার অভাবে আমার শিশু ছেলেটি মৃত্যুর পথে হাঁটছে। আমাদের একটুখানি সহায়তাই কেবল পারে তাঁকে দ্বিতীয় জীবন উপহার দিতে। আমার পরিবারের লোকজন এখন নিরুপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য জন্য আবেদন করছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ওই শিশুর বাবা আরজ খান ০১৭০০ ৫৮০৮৮৪।##