রোদ আর গরমে উপকূলীয় অঞ্চল কলাপাড়া উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কৃষকরা ফসল তুলতে হিমশিম খাচ্ছে রোদের মধ্যে। শ্রমজীবীরা বিপাকে। তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুই হাত উঁচিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের দৌলতপুর সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময়ে মুসুল্লিদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।
নামাজ ও দোয়া পরিচালনা করেন, উপজেলার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার।
নামাজে অংশগ্রহণ করা তাহেরপুর টিলা মসজিদের ইমাম মাও. অহিদুজ্জামান বলেন, অসহনীয় গরম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
কলাপাড়া মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ মো. খালেক ফারুকী বলেন। আল্লাহর কাছে মনের থেকে মোনাজাত করেছি তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। বৃষ্টি দিয়ে যেন তিনি তার জমিনকে শীতল করে তার বান্দাদের মনের কষ্ট দূর করে দেন।