নিজস্ব প্রতিবেদক- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায সদরের শ্রীশ্রী বাসুদেব জিউর মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠচক্রের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপন উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের আয়োজনে সকাল ৮ টায় জপধ্যান ও অজ্ঞলি প্রদান, শ্রীশ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের আংশগ্ৰহনে ও মৌসুমী রায়ের পরিচালনায় সংগীতানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়। দুপুরে ডাক্তার দিব্য রজ্ঞন দে এর সভাপতিত্বে ও ধীরেন্দ্র সুত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অব:অধ্যক্ষ ও রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি পরিমল কান্তি দে, সিলেট কাজলশাহ উত্তরা ব্যাংক লিমিটেড এর সাবেক জি এম নীরেশ চন্দ্র দাস, সিলেট নর্থইস্ট ইউনিভার্সিটির পরিচালক ( অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, সিলেট মইনুদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, শিক্ষক প্রণব দাস, অবসরপ্রাপ্ত ব্যাংকারআ আশুতোষ দাস প্রমুখ পরে মহাপ্রসাদ বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।