স্টাফ রিপোর্টার-, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব খান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত শেষন অফিসার মুরশেদ আলম প্রমূখ।
সভায় আসন্ন দুর্যোগ মৌসুমে পূর্ব প্রস্তুতি ও দুর্যোগ বিষয়ক স্থায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।