স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় জুয়ার আসর থেকে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মীরপুর ইউনিয়নেক আধুয়া গ্রামের রফিক উল্লার ছেলে সুহেল মিয়া (২৬) ও একই গ্রামের নীলমনি সরকারের ছেলে শ্রীকান্ত সরকার (২৭)।
আজ বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে মীরপুরের বড়কাপন গ্রামে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জুয়া খেলার আসরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিত টের পেরে অন্যরা পালিয়ে গেলেও সুহেল ও শ্রীকান্ত কে পুলিশ জুয়ার সরঞ্জামসহ আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই সুজীব মিয়া।