স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুরে কস্তর আলী এন্ড মহুরা আলী এডুকেশন ফার্ষ্ট ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে আব্দুল জব্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণী অনুষ্ঠিত হয়। এউপলক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাচ্ছু গোপের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী লায়েক আলী বাহাদুর, বাবুল মিয়া, স্থানীয় পৌর কাউন্সিলর আলাল হোসেন, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার, প্রবীন শিক্ষিকা রওশন আরা ইয়াসমিন, কস্তর আলী এন্ড মহুরা আলী এডুকেশন ফার্ষ্ট ফাউন্ডেশন প্রজেষ্ট ম্যানেজার আবুল হাসনাত আমীর, এলাকার নুর আলম, মনির মিয়া সুহেল মিয়া, মোস্তাব আলী প্রমুখ।
পরে শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, টিফিন বক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এরআগে প্রবাসী লায়েক আলী বাহাদুর ও প্রবাসী বাবুল মিয়াকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
কস্তর আলী এন্ড মহুরা আলী এডুকেশন ফার্ষ্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আবুল হাসনাত আমীর জানান, ২০১৯ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মিজানুর রহমানের অর্থায়নে জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি আমরা। এরই ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, টিফিনবক্স ও অক্ষর টেবিল বিতরণ করা হয়েছে।