আমিনুল হক ওয়েছ:-সুনামগনজ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার ইমনকে নিয়ে লন্ডনে যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ বাসীর আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্লু মুন সেন্টারে আনন্দ সভায় সভাপত্বিত করেন – এমসি কলেজের সাবেক ভিপি , সুনামগনজ জেলা এসোসিয়েসনের সভাপতি ইকবাল আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আকিক খাঁন ও স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম ,যুবলীগের প্রবাস বিষয়ক সম্পাদক দুলাল আহমদ,যুবলীগ নেতা লীলু মিয়ার যৌথ পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকির আহমদ । শুভেচ্ছা বক্তব্য রাখেন – জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি ছরফ রাজ জুবের । প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন – কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদীউজ্জামান ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটন, সুনামগনজ জেলা আওয়ামীলীগের নেতা আহমেদুজ্জামান হাসান ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন লুৎফুর রহমান কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীন, নর্থ ইষ্ট আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ দুলাল, ডক্টর রোয়াব উদ্দিন , খালেদ কামালী , ব্যরিষ্টার ফজলুল হক, রবিন পাল, সাজিদুর রহমান সুজন, যুবলীগের সাধারন সম্পাদক সেলিম খাঁন, জামাল খাঁন, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, যুবায়ের আহমদ, শ্রমিক লীগের আহবায়ক শামিম আহমদ, মতব্বর আলী মতব, মান্না রায়, তাজ উদ্দীন । আনন্দ সভায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন- ব্যারিস্টা এনামুল কবির ইমনের ভগ্নিপতি কাউন্সিলর হেলাল আব্বাস , জেরিন আব্বাস, নার্গিস তুহিন ।
Leave a Reply