1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
গালিগালাজ জঘন্য গুনাহ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

গালিগালাজ জঘন্য গুনাহ

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

গালি দেওয়া নিকৃষ্ট অভ্যাস। এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। যারা কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে কোরআন-হাদিসে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (আল আহজাব: ৫৮) গালি দেওয়া কেমন গুনাহ সে সম্পর্কে রাসুল (সা.) এরশাদ করেন, ‘মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি।’ (বুখারি: ৪৮)
অন্যকে গালি দেওয়া মানে নিজেই নিজেকে গালি দেওয়া। আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: ‘একজন অপরজনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং কাফির বলে যেন অপবাদ না দেয়। কেননা, যদি সে বাস্তবেই তা না হয়ে থাকে, তবে তা তার ওপরই পতিত হবে।’ (বুখারি: ৬০৪৫)

গালিগালাজ করা বড় গুনাহের কাজ। তাই রাগের বশে হোক বা মজার ছলে—গালি দেওয়া কোনোভাবেই উচিত নয়। আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ নিজের মা-বাবাকে লানত করা।’

জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, আপন মা-বাবাকে কেউ লানত করতে পারে?’ তিনি বললেন, ‘সে যখন অন্য কোনো লোকের বাবাকে গালি দেয়, তখন সে নিজের বাবাকেই গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, ফলে সে তার মাকেই গালি দেয়।’ (বুখারি: ৫৯৭৩)
সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com