প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্টাফ রিপোর্টার::
খুব সুন্দর পরিবেশে ভোট চলছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা অনুয়ায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে। মানুষজন সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন। শীত বেশি থাকায় সকালের দিকে ভোটার একটু কম।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।
আজ রোববার সকাল ১১টায় নিজের নির্বাচনী এলাকা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা ভোটবিরোধী শক্তি, তাঁরা সফল হবে না। মানুষ উৎসবের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করবেন আশা করছি।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৮৭০ জন।