1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আবারও ট্রেনে আগুন, নিহত ৪ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পুলিশের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার ২ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ান বিশ্ব ইজতেমার মাঠে ১ মুসল্লির মৃত্যু দায়িত্ব নেওয়ার ঘটনা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ পশু-পাখি পালনে যেন প্রতিবেশীর কষ্ট না হয় কর্মীসম্মেলন সফল করার লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত জগন্নাথপুরে রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ঢাকায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আবারও ট্রেনে আগুন, নিহত ৪

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে এবার রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রেনের চারটি কামরা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। প্রথমে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে ছুটে যায়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। শনিবার থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি বেনাপোল থেকে ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার আগে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ট্রেনের একটি কামরায় আগুন দেখা যায়। গাড়িটি থামার পর আশপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাতে বিশেষ কাজ হয়নি। দ্রুত আগুন পাশের কামরায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তৎপরতা শুরু করেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় মা ও শিশুসহ চারজন পুড়ে মারা যান। আহত হন আরও অন্তত একজন। তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যে গত দুই মাসে প্রায় ৩০০ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে গাজীপুরে রেললাইন কেটে রাখার ঘটনায় একজনের মৃত্যু হয়। এ ছাড়া একাধিক স্থানে রেললাইনে নাশকতার চেষ্টা চালানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com