1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নির্বাচনী প্রচারণায় পরিকল্পনামন্ত্রী পুত্র সাদাত মান্নানের চমক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পুলিশের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার ২ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ান বিশ্ব ইজতেমার মাঠে ১ মুসল্লির মৃত্যু দায়িত্ব নেওয়ার ঘটনা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ পশু-পাখি পালনে যেন প্রতিবেশীর কষ্ট না হয় কর্মীসম্মেলন সফল করার লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত জগন্নাথপুরে রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ঢাকায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নির্বাচনী প্রচারণায় পরিকল্পনামন্ত্রী পুত্র সাদাত মান্নানের চমক

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদক – সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জন্য ভোট চেয়ে দিন রাত এবার মাঠ চষেছেন  মন্ত্রী পুত্র সাদাত মান্নান। নির্বাচনী প্রচারণায় তিনি ব্যতিক্রমী নানা কৌশল অবলম্বন করে চমক সৃষ্টি করেছেন। বিশেষ করে কেন্দ্রে কেন্দ্রে ভোটার বাড়াতে তিনি নানা উদ্যাগ নেন। নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক জরিপ ও ঘরে ঘরে ভোটার স্লিপ পৌঁছে দিয়ে প্রশংসা পেয়েছেন।
এ আসনে চারজন প্রার্থী অংশ গ্রহণ করলেও নির্বাচনী প্রচারণা অনেকটা নিরুত্তাপ ছিল। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনেকটা নিশ্চিত বিজয়ের পথে হাঁটছেন।তারপরও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্ত্রী পুত্র সাদাত মান্নান বাবার জন্য নৌকায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের উপস্থিতি বাড়তে তিনি নিচ্ছেন নানা উদ্যাগ। নির্বাচনী প্রচারণায় তিনি এবার প্রধান আকর্ষণ হিসেবে সাড়া জাগাচ্ছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ২০০৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এম এ মান্নান। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ছেলে কে এভাবে মাঠে গনসংযোগে প্রকাশ্যে পাওয়া যায় নি। এবার জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগ থেকে তিনি বির্বাচনী মাঠে বাবার পক্ষে সরব হন। এছাড়াও গত ২৩ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি অনুমোদন হলে সহ সভাপতির দায়িত্ব পান। এর আগে দলের কোন পদ পদবিতে ছিলেন না তিনি ।
এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবারের নির্বাচন তাঁর শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দেয়ায় তাঁর ছেলের সরব প্রচারণা নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। সভা সমাবেশে তাকে বিশিষ্ট অর্থনীতিবীদ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আগামী দিনের কান্ডারী হিসেবে প্রচারণাও চলে।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম বলেন, মন্ত্রী পুত্র সাদাত মান্নান একজন সৃজনশীল মানুষ। তিনি দলের রুটিন প্রচারণার বাহিরে তরুণদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে জরিপ কাজের মাধ্যমে ভোটারদের উপস্থিতি বাড়তে নানা কৌশল গ্রহণ করছেন। নির্বাচনী শেষ জনসভায় বড় পর্দায় জনসভা দেখানোর পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন দেখানো হয়। তাঁর নির্দেশনায় তিন লাখ ভোটারদের কাছে ভোটের স্লিপ পৌঁছে দেয়া হয়েছে। এ উদ্যাগ ভোটার উপস্থিতি বাড়তে বিশেষ কাজ করবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী মাঠে সভা,সমাবেশ উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখছেন। ভোটার উপস্থিতি বাড়াতে তাঁর বক্তব্য জনগনকে আকৃষ্ট করে জাগরণ তৈরি করেছে।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মন্ত্রী পুত্র সাদাত মান্নান বলেন,বাবার প্রতিটি নির্বাচনে আমি উপস্থিত থাকি।এবার তাঁর স্বাস্থ্যের কথা ভেবে নির্বাচনে বেশি করে মাঠ পর্যায়ে কাজ করছি। তিনি বলেন অপশক্তির অপপ্রচার রুখতে দলের নেতাকর্মীদের নিয়ে ভোটার উপস্হিতি বাড়াতে কাজ করেছি।আমার বাবার প্রতি মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। তাই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে ভোটারদের পাশে যাই।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন,আমার একমাত্র ছেলে সাদাত মান্নান দেশে এসে আমাদের পাশে থেকে আমার নির্বাচনের জন্য আমাকে সহযোগিতা করছে। অন্য কোন কিছু আশা করে তাকে মাঠে তৈরি করা হচ্ছে না।
প্রসঙ্গত এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (নৌকা) তৃনমুল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভেকেট শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তালুকদার মকবুল (কাঁঠাল) প্রতীকে লড়ছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com