স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখব পরিবেশে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠবই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব এর উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) আল বশিরুল ইসলাম। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রদিষ্ঠানে বই উৎববের কার্যক্রম শুরু হয়।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ বলেন, শিশুশ্রেণী থেকে ৫ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ৪২ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা পযার্য়ের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৯২ হাজার ৮০টি বই বরাদ্দ পাওয়া গেছে।্ এরমধ্যে মাধ্যমিকের ৯ম শ্রেণী ও মাদ্রাসার ৮ম শ্রেণীর বই পাওয়া যায়নি।