1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিরাইয়ে নৌকার পক্ষে কাজ করছেন ওসি! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

দিরাইয়ে নৌকার পক্ষে কাজ করছেন ওসি!

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই—শাল্লা) স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন। নৌকার প্রার্থীর পক্ষ নিয়ে ওসি ভোটারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি কারও পক্ষ নিতে পারি না। আমি শতভাগ নিরপেক্ষভাবেই আমার দায়িত্ব পালন করছি। তিনি হয়তো কারো কাছ থেকে শুনে যাচাই না করেই আমাকে ভুল বুঝছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনার আনিছুর রহমান সুনামগঞ্জে এলে মতবিনিময় সভায় একই অভিযোগ তুলেছিলেন জয়া সেন।

জয়া সেন ওই সভায় বলেছিলেন, দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী একজন প্রার্থীর পক্ষাবলম্বন করছেন। তিনি ওই প্রার্থীকে আত্মীয় পরিচয় দিচ্ছেন। দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ার কাপনের ইউপি সদস্য মো. রুমেন ও কালধর গ্রামের তার কর্মী আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিনের বাড়িতে ইতিপূর্বে পুলিশি অভিযান চালিয়েছেন ওসি। অথচ. তাদের নামে থানায় কোন মামলা নেই।

দিরাই—শাল্লা আসনে এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই। এখানে এবার নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জয়া সেনগুপ্তা। তাঁর প্রতীক কাঁচি। তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী।

জয়া সেনগুপ্তা তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, দিরাই থানার ওসি স¤প্রতি বদলি হয়ে এখানে এসেছেন। দায়িত্ব নিয়েই তিনি নানা কৌশলে জয়া সেনগুপ্তার ভোটার ও কর্মী—সমর্থকদের নানাভাবে হুমকি ও হয়রানি করছেন। ভয়ভীতি প্রদর্শন করছেন। নাশকতা ও পুলিশের ওপর আক্রমণকারী হিসেবে অভিযুক্ত করে পুলিশ অ্যাসল্ট মামলার ভয়ভীতি প্রদর্শন করছেন।

জয়া সেনগুপ্তা আরও বলেন, ‘ওসি কোনো কোনো ভোটার ও কর্মীকে থানায় ডেকে নিয়ে আমার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে কৌশলে ভোট চাচ্ছেন। তিনি নিজেকে ওই প্রার্থীর দূর সম্পর্কের আত্মীয় পরিচয় দিচ্ছেন। কোনো কোনো ভোটারকে কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। ভোট না দিলেও বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের আপন ছোট ভাই হিসেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমনিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ জয়ী হবেন বলে কৌশলে ভোটারদের বার্তা দিচ্ছেন।’

এতে সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা ছাড়াও ভোটার উপস্থিতি কম হওয়াসহ উৎসবমুখর নির্বাচন না হওয়ার আশঙ্কা করছেন জয়া সেনগুপ্তা। ওসির বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে তিনি আরও বলেন, কোনো কোনো স্থানীয় সাংবাদিকও স্বাধীন সাংবাদিকতার অংশ হিসেবে রিপোর্টিং করা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে অন্যত্র বদলি এবং এখানে একজন সৎ কর্মকর্তাকে পদায়ন করা জরুরি হয়ে পড়েছে।

জয়া সেন গুপ্তার ফোনে এই বিষয়ে কথা বলার জন্য বৃহ্পতিবার সন্ধ্যায় কয়েকবার ফোন দিলে অন্য আরেকজন ফোন রিসিভ করে জানান, তিনি নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন। এর আগে মঙ্গলবার বিকালে জয়া সেন এই প্রসঙ্গে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বলেছেন, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন খুবই দায়িত্বশীল মানুষ। ভাই হোক আর যেই হোক, কারও পক্ষালম্বন করবেন তিনি। নির্বাচন বিতর্কিত হয়, কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিব্রত হবেন এমন কোন কাজ কোন পুলিশ সদস্যকে দিয়ে হতে দেবেন না তিনি।

সুনামগঞ্জ—২ আসনে এবার তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুজন। অন্যজন হলেন সাবেক সচিব মিজানুর রহমান, তাঁর প্রতীক ঈগল।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের বাবা আবদুল মান্নান চৌধুরী শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পারিবারিকভাবেই তাঁরা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তবে এসব পরিচয় ছাপিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই হিসেবেই পরিচিত।

জয়া সেনগুপ্তা এ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার পর ২০১৭ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হন ড. জয়া সেনগুপ্তা। এরপর ২০১৮ সালের নির্বাচনে আবার তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন।

এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষমেশ নৌকা পান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। এ দুই প্রার্থীর হয়ে দলের নেতা—কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। মাঠে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন দুই প্রার্থী।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বললেন, আমরা যতটুকু জেনেছি জয়া সেন প্রধান নির্বাচন কমিশনার বরাবরে দিরাই থানার ওসির বিরুদ্ধে লিখিত আবেদন জানিয়েছেন। রাত পৌঁনে আটটা পর্যন্ত এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোন চিঠিপত্র পাওয়া যায় নি।

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com