স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত সৈদয় মজিদ আলীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল রোববার রাতে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে রোববার বিকেল সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের মজিদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনা, অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনার ৫ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর অবস্থায় ২ জনকে সিলেটে পাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তানজিব হোসেন বলেন, আহতদের মধ্যে দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলীকে(৫৫) সিলেটে পাঠানো হয়।