স্টাফ রিপোর্টার::
জুম্মার জামাত চলাকালে মসজিদ থেকে ১৫ থেকে ২০ জন মুসল্লির জুতা চুরি হয়েছে। শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের ইসলামী পাঠাগার মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
মুসল্লিরা জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ঢল নামে। জুম্মার জামাত চলাকালে চোরেরা ১৫ থেকে ২০ জন মুসল্লির উন্নতমানের ভালো ভালো জুতা চুরি করে নিয়ে গেছে। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে কয়েকজন মুসল্লি দেখতে পান যথাস্থানে রেখে যাওয়া তাদের জুতা নেই। পরে খালি পায়ে তারা মসজিদ থেকে বাড়িতে যান।
এক মুসল্লি জানালেন, নামাজের জন্য অজু করে জুতা মসজিদের বাইরে রেখেছিলাম। নামাজ শেষে করে এসে দেখি জুতা নাই। আমার মতো আরও প্রায় ২০ জন মুসল্লির জুতা চোর নিয়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সহ সভাপতি নজির আলী।