1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইঙ্গিতে রতনকে নির্বাচন থেকে সরে আসার আহ্বান আ.লীগ প্রার্থী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ইঙ্গিতে রতনকে নির্বাচন থেকে সরে আসার আহ্বান আ.লীগ প্রার্থী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় বড় শো—ডাউন করলেন সুনামগঞ্জ—১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু থেকে হাজার খানেক মোটর সাইকেল নিয়ে নিজের উপজেলা তাহিরপুরে যান রঞ্জিত সরকার।
তাহিরপুর উপজেলা সদরের পূর্ব বাজারে সমাবেশে বক্তব্য দেন রঞ্জিত। সমাবেশে এছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুছ ছোবহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি আলী মতুর্জা, সাধারণ সম্পাদক অমল কর, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,  ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যডিভোকেট আব্দুল হাই তালুকদার, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শামীম আখঞ্জী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, তাহিরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া, বালীজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর খছরু, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার প্রমুখ।
এর আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
তাহিরপুরের সমাবেশে রঞ্জিত বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর হাতে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ, আনন্দিত। সুনামগঞ্জ এক আসনের  ভোটারদে কাছে নিজেকে স্নেহ—মমতা দিয়ে আগলে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের কর্মী হিসেবে থাকতে চাই।
আমি নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। ব্যবসা—বাণিজ্য, অর্থ বিত্তের পেছনে ঘুরি নি। আমি রিক্ত হস্তে এসেছি, আপনাদের সহযোগিতায় ভালোবাসায় দলীয় প্রধান শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে চাই।
তিনি বলেন, যারা বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অতীতে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নৌকা প্রতীক নিয়ে এই অঞ্চলে বারবার নির্বাচন করেছে। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। সিদ্ধান্ত প্রত্যাহার করে সকলকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com