স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকালে পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম দস্তগীর জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ রনির পরিচালনায় এতে বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি জুবেল আহমেদ, সহসভাপতি সৈয়দ ইমরান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজবীর আহমেদ, আব্দুল কাদির, রবিউল ইসলাম রবি, তাহমিদ হাসান, সুফিয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুন্না আহমেদ, আলশাহী আহমেদ, জুনেদ আহমেদ, রায়হান আহমেদ, আরিয়ান শিবলু, নাইম আহমেদ।
এসময় পাইলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি গোলাম দস্তগীর জনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার সর্মথনে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে।