স্টাফ রিপোর্টার::
রশিদ মিয়া (ছন্মনাম) নামের এক ব্যক্তি একটি প্রাইভেট কারযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার
টাকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার দেন। দোকানি মালামাল প্রস্তুুত করছেন। এসময় ওই ক্রেতা দোকানিকে বললেন, আমাকে ৫ হাজার টাকা দেন,আমি ব্যাংক থেকে তুলে দিচ্ছে। আমি মাংস কিনতে যাচ্ছি।আমার গাড়ীর চালক আপনার এখানে থাকবেন। ক্রেতার এমন কথায় সরল মনে দোকানদার তাকে ৫ হাজার টানা ক্যাশ থেকে বের করে দেন। এ টাকা নিয়ে চম্পট দেয় ক্রেতা সেজে আসা ওই প্রতারক।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারে।
বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাজারের অনুকুল দেবের ভূষিমালের দোকানে ওই প্রতারক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার নামে অভিনব প্রতারণার মাধ্যমে ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।গাড়ীর চালক সারাদিন দোকানে অপেক্ষার পর স্থানীয় চালকদের মধ্যস্থতায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকানির ৫ হাজার টাকা পরিশোধ করে চালককে ছাড়িয়ে নেন। ওই চালক সিলেট থেকে জগন্নাথপুরে এসেছিলেন। তবে ওই চালক প্রতারককে চিনেনা বলে ব্যবসায়ীদের জানিয়েছেন। এছাড়া প্রতারকের নাম পরিচয়ও মিলেনি।
ব্যবসায়ী অনুকুল দেব জানান, ওই প্রতারক তেল, দুধ, চিনি, পেয়াঁজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীর পণ্যের অর্ডার করেন। তার অর্ডার অনুয়ারী মালামাল প্রস্তুুত করছি। এসময় তিনি নগদ ৫ হাজার টাকা দেওয়ার জন্য বলেন। এ টাকা তিনি ব্যাংক থেকে তুলে দেবেন। আমার গাড়ীর চালক আপনার দোকান থাকবেন।
আমি তার কথা বিশ্বাস করে ৫ হাজার টাকা দেই। সারাদিন অপেক্ষা করেও সে আর আসেনি। পরে ওই চালক তাদের সিলেট সমিতির লোকজনকে বিষয়টি জানালে তারা আমার ৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা রাওতার পর চালক চলে গেছেন।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি।