স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে কলেজের হল রুমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও তাঁদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ পরিচালনায় কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া প্রমুখ।
কলেজ পরিচালনায় কমিটির সদস্য মনু মোহাম্মদ মদ্দছির জানান, প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসীদের অর্থায়নে দরিদ্র পরিবারের ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।