স্টাফ রিপোর্টার-মরমী কবি রাধারমণ দত্ত, হাছন রাজা, শাহ আব্দুল করিম ও দুর্ব্বিণ শাহের জন্ম-মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সভায় আগামী ১৮ মার্চ হতে ২১ শে মার্চ অথবা নিকটবর্তী কোন তারিখে ৪দিনব্যাপি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী ১৮ মার্চ শুক্রবার প্রথম সন্ধ্যা ৬টায় বাউল স¤্রাট শাহ আব্দুল করিম স্মরণে আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৯ মার্চ শনিবার দুর্ব্বিণ শাহ, ২০ মার্চ রবিবার হাছন রাজা এবং ২১ মার্চ সোমবার বৈষ্ণব কবি রাধারমণ দত্ত স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ৪দিনব্যাপি অনুষ্ঠানটি শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply