1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শ্রীরামসী গণহত্যা দিবস আজ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

শ্রীরামসী গণহত্যা দিবস আজ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৪৭ Time View

বিশেষ প্রতিনিধি::

আজ ৩১শে আগষ্ট সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এদিনে পাক বাহিনী উপজেলার মিরপুর ইউনিয়নের

শ্রীরামসী গ্রামে ববরোচিত হামলা চালিয়ে গ্রামের সহজ সরল শান্তি প্রিয় ১২৬ জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে শ্রীরামসি গ্রামবাসী এই দিনটি শহীদের স্মরণে আঞ্চলিক শোকদিবস হিসেবে পালন করে আসছেন।

ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৩১শে আগষ্ট সকাল ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭/৮ টি নৌকা যোগে শ্রীরামসি বাজারে আসে এবং স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদের কে খবর দেয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি কমিটির সভা আহবান করা হয়েছে, ঐ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য। শান্তির আশায় গ্রামের লোকজন সে দিন স্কুল মাঠে সমবেত হয়। যারা আসতে দেরী করেন তাদেরকেও ডেকে আনা হয়। এরপর পাকসেনারা ১০/১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন ছাত্র, শিক্ষক, সরকারী কর্মচারী, যুবক, সাধারণ গ্রামবাসী ও বেড়াতে আসা স্বজন। নারকীয় এ হত্যাকান্ডের পরপরই পাকসেনারা শ্রীরামসি গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ী আগুনে পুড়িয়ে দেয়। ভীতস্ত্র মানুষজন গ্রাম ছেড়ে পালিয়ে গেলে দাফনের অভাবে লাশগুলো কুকুর শেয়াল টানা ঁেহচড়া করে। ঘটনার ৪/৫দিন পর কয়েক জন লোক গ্রামে ফিরে লাশগুলো একটি গর্তে পুঁতে রাখে।  সেদিন হানাদার বাহিনী নির্মমভাবে ১২৬জন লোককে এভাবে হত্যা করে। নরপশুরা সেদিন তাদের হত্যা করে ক্ষান্ত হয়নি তারা শ্রীরামসি বাজারে গিয়ে কেরোসিন ছিটিয়ে বাজারে সবকটি দোকান ঘর আগুন জ্বালিয়ে দেয়। এরপরও হানাদাররা শ্রীরামসি গ্রামে আক্রমন চালায়। ততক্ষনে জনমানব শূন্য হয়ে পড়ে সমস্ত গ্রাম। হানাদাররা ঘর বাড়ীতেও অগ্নিসংযোগ করে বর্বরতার চরম উত্তাল প্রকাশ করে। এভাবেই সেদিন সংঘটিত হয় ইতিহাসের সেই বর্বর হত্যাকান্ড। প্রতি বছর গ্রামের লোকজন এ দিনটিতে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করে আসছে।

শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েল জানান, প্রতিবছরের ন্যায়  এবারও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মী স্মৃতি সংসদের পক্ষে গ্রহণ করা হয়েছে।

মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সিলেট বিভাগের মধ্যে শ্রীরামসি গনহত্যা অন্যতম।ভয়াল এই দিনে  পাক বাহিনীর পৈষাসিক হত্যাযজ্ঞে রক্তাক্ত হয় হয় শ্রীরামসী। ভয়াল সেই গণহত্যার কথা আজও ভুলিনি আমরা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন॥

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com