1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯৩ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৮৯২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৮৬৫ জন।

শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ২৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৪ হাজার ৫৬৮ জন আর বাকি ৪ হাজার ৪৫৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৭৩ জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে এবং ছাড়া পেয়েছে ৫২ হাজার ১৫৪ জন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com