স্টাফ রিপোর্টার::
অনলাইনভিত্তিক সাইটে জুয়া খেলার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহর থেকে ১১জন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জগন্নাথপুর বাজারের জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের অস্থায়ী অটোস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকান থেকে মোবাইলফোনে অনলাইন জুয়া খেলার দায়ের তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদেক সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার রুবেল মিয়া (২২), রেজাউল ইসলাম (২৬), মনির আহমদ (২১), রনি আহমদ (২১), শাহ আলম (২৫), আরমান ভ‚ইয়া (২৩), হাবিবুর রহমান (১৯), পূর্ব ভবানীপুরের তানভীর মিয়া (২৩), বাড়ী জগন্নাথপুরের জাকির হোসেন (২৩), নেত্রকোনার দিদার আলী (২৮) ও আজমিরীগঞ্জের সাগর মিয়া (২১)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শামছুল আরেফীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি, জগন্নাথপুর বাজারে রুবেল মিয়ার চায়ের দোকানে মোবাইলে দিয়ে ইন্টারনেট
অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা চলছে। পরে অভিযান চালিয়ে ওই চায়ের দোকানদারসহ ১১ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৩ টি মোবাইল ও নগদ ২ হাজার ১৭০টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।