1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে ধর্ষণের দায়ে এক যুবকের ৫ বছর কারাদণ্ড - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ধর্ষণের দায়ে এক যুবকের ৫ বছর কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের দায়ে একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের দায়ে ৩ বছর ও অপহরণের দায়ে আরও ২ বছর সশ্রম কারাদ- দেয়া হয়। সোমবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের রঘুনাথপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা আশিস অধিকারির ছেলে চিরঞ্জিব অধিকারি শাওন (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাড. নান্টু রায় ।
মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ এপ্রিল আশিস অধিকারির ছেলে চিরঞ্জিব অধিকারি শাওন শাল্লা উপজেলার পল্লীর ভিকটিমকে এলাকার মন্দিরে যাবার সময় অপহরণ করে গাজিপুরে নিয়ে যায়। সেখানে স্বামী ও স্ত্রী পরিচয়ে প্রায় ২ মাস ভিকটিমকে ধর্ষণ করে। এরপর চিরঞ্জিব অধিকারি শাওন ভিকটিমকে রেখে পালিয়ে যায়। পরে ভিকটিম বাড়িতে ফিরে বাদী হয়ে শাল্লা থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নান্টু রায় ও অ্যাড. নিরঞ্জন দাস তালুকদার। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. রুহুল তুহিন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com