জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মসজিদের ভেতরে লোকজনকে মারধর করছে- এ ছবি দেখে তিনি ‘মর্মাহত ও আতঙ্কিত।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ‘আল-আকসা মসজিদকে পদদলিত করা মানেই হচ্ছে তারা আমাদের লাল রেখাটি অতিক্রম করেছে।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইসরায়েলি সরকার এসংক্রান্ত যে দায়সারাগোছের বক্তব্য দিচ্ছে তাতে তারা অত্যন্ত উদ্বিগ্ন।
ট্রুডো বলেন, ‘আমাদের দেখতে হবে ইসরায়েলি সরকার তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করছে। আমাদের দেখতে হবে সহিংসতা হ্রাস করা এবং মানুষ যেন এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করে।’
আরব বিশ্ব ইসরায়েলের মঙ্গলবার রাতের অভিযানের ব্যাপক নিন্দা জানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো ‘এ অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তোলার’ জন্য ঝুঁকিপূর্ণ।
আরব লিগও এই হামলার নিন্দা করেছে। আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গিত এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সরকারের চরমপন্থা ফিলিস্তিনিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের দিকে নিয়ে যাবে।