1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে আজ শুক্রবার আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, শিক্ষার্থী ফারহানা জান্নাত, মির্জা শাহিন, অনিক, অনন্যা দাস, রুহিত দেব, রাজু দাস, মৌমিতা সরকার প্রমুখ।
এরআগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ এলাকা থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এদিকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান, জগন্নাথপুর প্রশাসন, আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com