আমিনুল হক ওয়েছ:- যুক্তরাজ্য আওয়ামীলীগ সান্ডারল্যান্ড শাখার উদ্যোগে ‘জাতীয় শোক দিবস পালন করা হয়। শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা সহ দোয়া মাহফিল ও শিরনি (সিন্নি) আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ সৈয়দ মনজুরুল হক তালহা ও পরিচালনা করেন সাধারন সম্পাদক মো: শাহীন আহমদ । কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মো: তুহেল আহমদ। যুগ্ন সাধারন সম্পাধক ওমর মেহদি রুনুর ‘শোকাবহ ১৫ই আগষ্ট’ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়। প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব সালেহ আহমদ ছোট মিয়া, (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নর্থইষ্ট আওয়ামীলীগ)। প্রধান বক্তা, সৈয়দ জিয়াউল ইসলাম ( সাধারন সম্পাদক, নর্থইষ্ট আওয়ামীলীগ),বিশেষ অতিথি, মো: মকসুদ কোরেশী (সাধারন সম্পাদক, সাউথশীল্ডস আওয়ামীলীগ)।সৈয়দ রউফ মিয়া ( সহ সভাপতি লিভারপুল আওয়ামীলীগ) সৈয়দ জাকির হোসেন। মো: শায়ের আহমদ। মো: সেবুল আহমদ মো: এখলাছুর রহমান জিম্মাদার, সরফ-রাজ জুবের ( সহ সভাপতি যুক্তরাজ্য ছাত্রলীগ)। বক্তব্য রাখেন, সুহেল আহমদ ভুইয়া, সৈয়দ রব্বানী, সৈয়দ সিহাব আহমদ, সৈয়দ কবির উদ্দিন, মো: জুনায়েদ আহমদ জুনেদ, সৈয়দ মাছুম,মো: নুরুল ইসলাম, মো: কয়ছর আহমদ, সৈয়দ জামাল, সৈয়দ রোম্মান আলী, সৈয়দ এহসান, সৈয়দ আজহার,প্রমুখ উপস্তিত ছিলেন, সান্ডারল্যান্ড, সাউথশীল্ডস, নিউক্যাসল, হার্টলিপুল,ও ডার্লিংটন আওয়ামীলীগের কর্মীবৃন্দ,আলোচনা শেষে ১৫ই আগষ্ট ও ২১ আগষ্টের সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শিরনি আপ্যায়ন করা হয়। বক্তাগন বলেন, আসুন ১৫ই আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে জননেত্রীর হাত কে শক্তিশালী করি যাথে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ে যেতে পারেন।
Leave a Reply