Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর বাজারের ৩৫ দোকানঘর নিলাম দিল পুলিশ

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের  বিরোধকৃত ভূমির ওপর থাকা ৫৫টি টিনশেড দোকানঘরের মধ্যে ৩৫টি দোকানঘর গতকাল বৃহস্পতিবার নিলাম দিয়ে চুক্তি করেছে  পুলিশ। বন্ধ থাকা অপর ২০ ঘরের বিষয়ে আদালতের মতামত চেয়ে আবেদন করবে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের স্ত্রী আছমা খাতুন গং বাদী হয়ে ২০১৩ সালে ছিলিমপুর গ্রামের শফিকুর রহমান গংদের বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। গত ৩ মার্চ  সিনিয়র সহকারী জজ আদালতের রায়ে  বিরোধীয় ৫৫ টি টিনসেড দোকানঘর জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করে ঘরগুলো নিলাম দিয়ে ভাড়া জগন্নাথপুর থানা পুলিশ আদায় করে আয় ব্যয়ের হিসাব আদালত কে অবহিত করতে আদেশ দেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী ৫৫ দোকানের মধ্যে ৩৫টি দোকান নিলাম দিয়ে ব্যবসায়ীর নিকট থেকে  ঘরের ভাড়া আদায় শুরু করেছি। বাকি তালাবদ্ধ ২০টি দোকানের ব্যাপারে বিজ্ঞ আদালতের পরবর্তী  নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব।

Exit mobile version