স্টাফ রিপোর্টার-সুমামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বুধবার সারাদেশের ন্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যাগে জগন্নাথ জিউর আখড়ার কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী বাসুদেব জিউর মন্দির ও শ্রী শ্রী কালিমন্দির প্রদক্ষিণ করে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ আহ্বায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে শশী কান্ত গোপের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় সূত্রধর,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক অমিত দেব ,পূজা উদযাপন পরিষদ নেতা সুজিত কুমার রায়, বিভাস দে প্রজেশ গোপ, দেবাশীষ তালুকদার,অরূপ সরকার,জীবন গোপ,অনন্ত পাল,গোবিন্দ দে,রেনু শর্মা প্রমুখ