জগন্নাথপুর২৪ ডেস্ক::
এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করবে বিএনপি। সেই লক্ষ্যে আগামী ৯০ দিনের মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠন শেষ করতে চায় দলটি। এ বিষয়ে গত সোমবার দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্দোলন-কর্মসূচির চাপ না থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন নীতিনির্ধারকরা। তৃণমূলে ব্যাপকভাবে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সারা দেশে বিভিন্ন স্থানে কর্মিসভা ও বর্ধিত সভা করা হচ্ছে। নতুনভাবে কর্মসূচি দেওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠন গোছানোর কাজগুলো নিজেই তদারকি করছেন।
মূলত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠনে মনোযোগ দেয় বিএনপির হাইকমান্ড। তবে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে বেশি জড়িত থাকায় সেই কাজ শেষ করতে পারেনি দলটি। এ ক্ষেত্রে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন জেলা ও অঙ্গসংগঠনের কমিটি পুনর্গঠন করে বিএনপি। সারা দেশে বিএনপির সাংগঠনিক জেলা শাখা কমিটি (মহানগরসহ) ৮২টি। ২০১৯ সালে বেশিরভাগ শাখায় আংশিক এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমানে যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। দীর্ঘ এই সময়ে বিভিন্ন ইউনিট কমিটি হালনাগাদও করা হয়েছে। সর্বশেষ গত ৪ নভেম্বর দশটি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ এবং আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। তার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক এবং সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। একই দিনে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়ময়নসিংহ দক্ষিণ এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে। দীর্ঘ এই সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি করা হয়। মিথ্যা ও গায়েবি মামলায় লাখ লাখ নেতাকর্মীর জীবন বিপর্যস্ত। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। এরপরও যুক্তরাজ্যে থেকেই নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে দলের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর এখন নতুনভাবে সারা দেশে মূল দলের পাশাপাশি অঙ্গসহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। ৫ আগস্টের পর কিছু বিতর্কিত অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের একাধিক জেলা, উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এখনো যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি দেওয়া হয়নি। জাতীয়তাবাদী শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। তারেক রহমান জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন করতে যেভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন, একইভাবে দলের সব স্তরে সাংগঠনিক কাজ গঠনমূলক ও কার্যকর করতে নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, যশোর জেলা ও মুন্সীগঞ্জের লৌহজংসহ কয়েকটি ইউনিয়নে সম্মেলন, বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমাদ বলেন, অনেকেই ভেবেছিল সম্মেলন ছাড়াই সাধারণ কমিটি হলে যারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, তারাই পদ পাবে। সম্মেলনের মাধ্যমে কমিটি হলে সঠিক মানুষ নেতৃত্বে আসবে এবং সঠিক মানুষ চেয়ারে বসবে। কারণ তৃণমূল চেনে কারা রাজপথে ছিল আর কারা ছিল না। এতে করে যারা লবিংয়ে নেতা হতে চেয়েছিলেন, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেল। অতএব তারেক রহমানের এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং যৌক্তিক, যা দেশ ও দলের জন্য মঙ্গলজনক।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। অবশ্য ৯ বছরে শুধু কাউন্সিলই নয়, বিষয়ভিত্তিক ২৬টি উপকমিটিও গঠন করতে পারেনি বিএনপি। ফলে দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় ছিটকে পড়ছেন অনেক ত্যাগী ও যোগ্য নেতা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয় কালবেলার। তারা জানিয়েছেন, কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে আলোচনা চলছে। তারিখ নির্ধারণ করা হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায়, যেসব জেলায় আংশিক কমিটি হয়েছিল, সেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি করা হচ্ছে। একই সঙ্গে যেসব জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব জেলায়ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে।
জানা গেছে, সারা দেশে তৃণমূল পুনর্গঠনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া হয়েছে। তাদের মধ্যে সিলেট বিভাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বরিশাল বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রংপুর বিভাগে আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লা বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগে অন্য ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, খুলনা বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, রাজশাহী বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ময়মনসিংহ বিভাগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘প্রিয় সহকর্মী, শুভেচ্ছা রইল। নির্দেশক্রমে জানাচ্ছি যে, আপনার বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ গঠন সমাপ্ত করতে হবে। এই পত্র প্রাপ্তির পর আপনার দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণের সঙ্গে বৈঠক করে অতিসত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে।’
জানতে চাইলে বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, রংপুরে দশটি সাংগঠনিক জেলা শাখায় আহ্বায়ক কমিটি হয়েছিল। যার মধ্যে কুড়িগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বাকি ৯টি শাখা কমিটির মেয়াদও শেষ হয়েছে। তবে কমিটি পুনর্গঠন চলমান প্রক্রিয়া। যতদ্রুত সম্ভব সব কমিটি পুনর্গঠন শেষ করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, খুলনা বিভাগে ১১টি সাংগঠনিক জেলা শাখা কমিটি আছে। যার মধ্যে কেবল ঝিনাইদহ জেলায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। অন্যান্য জেলার কমিটিগুলোও পুনর্গঠনের কাজ চলমান আছে। তার মধ্যে গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর সম্মেলনের (কাউন্সিল) মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা। তবে দীর্ঘ প্রায় ৯ বছরেও কাউন্সিল করতে পারেনি দলটি। এ ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দমনমূলক নীতি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করছে বিএনপি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দলকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা নিলেও তার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এ বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক বৈঠকে আলোচনাও হয়েছে। তবে দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
সুত্র কালবেলা.কম