জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::ভারতের রাজধানী দিল্লিতে আট মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
গত রোববার গুরুতর অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক শিশুটির বড় চাচার ছেলে এবং তারা একই ভবনে বসবাস করতেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ঘটনার পরদিন সোমবার হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন। এরপর তিনি টুইট করলে বিষয়টি জানাজানি হয়।
মালিওয়াল টুইটে জানান, রক্তাক্ত অবস্থায় গত রোববার শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানায়, নির্যাতিত শিশুটির বাবা দিনমজুর। তিনি বাইরে ছিলেন। রোববার বিকেলে পশ্চিম দিল্লির সুবাস নগরের বাসায় মেয়েকে রেখে তার মা ঘরের প্রয়োজনীয় জিনিস আনতে বাইরে যান। ফিরে এসে তিনি মেয়ের সারা শরীর রক্তাক্ত এবং শিশুকে কাঁদতে দেখেন।