জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন রাস্তায় বিশৃংখলা ঠেকাতে আওয়ামী লীগ নয়, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত টি রিসার্চ ইন্সটিটিউট, চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস এবং বাংলাদেশ চা বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্বারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি রাস্তায় কোনও ধরনের নৈরাজ্য করলে, বিশৃংখলা করলে তা ঠেকাতে আওয়ামী লীগ নয়, আইনশৃংখলা বাহিনী নামবে। আইনশৃংখলা বাহিনী জানমাল রক্ষায় যা যা প্রয়োজন তাই তাই করবে। আমার বিশ্বাস বিএনপি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে কোনও ধরনের নৈরাজ্য ও বিশৃংখলার কাজে যুক্ত হবে না।’
বিএনপির নেতাদের গ্রেফতার হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘যারা পুলিশকে আঘাত করেছে, আসামি ছিনিয়ে নিয়েছে, অস্ত্র কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে স্পেসেফিক মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্তদেরই পুলিশ গ্রেফতার করছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার একটি মামলার রায় ঘোষণা হবে। এই রায় কী হবে তা আমরা কেউই জানি না। উনি খালাসও পেতে পারেন আবার অন্য কিছুও হতে পারে। আদালতের রায় ঘোষণার আগে কোনও ধরনের মন্তব্য করা ঠিক হবে না, কারণ বিচার বিভাগ স্বাধীন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে কী না কী ঘটনা ঘটে যায় এ নিয়ে মানুষের মাঝে কিছু আতঙ্ক ছিল। সেই আতঙ্ক দূর করে নিরাপদে সিলেটে পৌঁছে দিয়েছে আইনশৃংখলা বাহিনী।’
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিস বসু এবং চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলীসহ বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।