Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৮৬ দিন অনশনে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনির মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইসরায়েলের এক কারাগারে টানা ৮৬ দিন ধরে অনশনে ছিলেন ইসলামিক জিহাদের কমান্ডার খাদের আদনান। আজ মঙ্গলবার তিনি অনশনে থাকা অবস্থায় মারা গেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বন্দির নীতির ক্ষেত্রে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন আদনান। গত ৫ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন আদনান (৪৫)। সেদিন থেকে তিনি অনশনে যান।

আটকের সময় তিনি মেডিক্যাল পরীক্ষা করাতেও রাজি হননি। এক বিবৃতিতে ইসরায়লের কারা পরিষেবা আদনানের মৃত্যুর খবর ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রায় তিনমাস অনশনের পর আদনানকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার শেখ খাদের আদনানকে হত্যা করেছে।

 

a
Exit mobile version