জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সাত বছর পর আবারো জগন্নাথপুরসহ দেশজুড়ে নৌকা ও ধানের শীষের নির্বাচনী লড়াই শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর মেয়র নির্বাচনে ২৩৪ পৌরসভায় বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আগের মতোই নির্দলীয় হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।
অন্য যে কোনো সময়ের চেয়ে এবার পৌর নির্বাচন অনেক বেশি রাজনৈতিক, উৎসবমুখরও তাই অনেক বেশি। প্রথমবারের মতো পৌর মেয়র পদে নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। বিএনপি ছাড়াও একাধিক দল গত জাতীয় সংসদ নির্বাচন বয়কট করায় এবারের পৌর নির্বাচন তাই ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনের পর দেশজুড়ে দুই দলের প্রথম নির্বাচনী লড়াই।
মাঝখানে বিএনপি সমর্থিত প্রার্থীরা সিটি নির্বাচনে অংশ নিলেও ওই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হয়নি। আর অতীতেও দলগুলো পৌর নির্বাচনে প্রার্থীকে সমর্থন জানালেও সেগুলো কখনোই দলীয় প্রতীকে নির্বাচন ছিলো না। তবে কাউন্সিলর পদে নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না তাই সেখানে দলীয় ও নির্দলীয় প্রার্থীরা ব্যক্তি হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় ও নির্দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেশজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। কিছু জায়গায় অবশ্য দলের প্রত্যয়নপত্র না পাওয়া দলীয় নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর প্রত্যাশিত ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন পৌর মেয়র প্রাথীরা। জগন্নাথপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রাথী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সা্বেক পৌর মেয়র আব্দুর মনাফ ও বিএনপি প্রাথী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি রাজু আহমদ।
Leave a Reply