Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭ দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার::

৭ দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর ও সম্প্রতি মাগুরার আছিয়ার ধর্ষণকারীসহ সারা দেশে সকল ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সমাজকর্মী আলী আকবরের সভাপতিত্বে ও তাহের আল হামিদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, মাওলানা আবু আবু আইয়ুব আনসারী, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বদর উদ্দিন আল-আমিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সমাজকর্মী বেলাল আহমদ, শাহিনুর রহমান, শিক্ষার্থী নাসির উদ্দিন।

প্রতিবাদ সভায় বক্তারা ধর্ষণের ঘটনায় দ্রুত আইনি প্রক্রিয়া শেষে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

Exit mobile version