জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ৭১-এর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে তওবা পড়াবেন লালবাগ তারা মসজিদের ইমাম মনির হোসেন। কারা কর্তৃপক্ষ এখবর নিশ্চিত করেন।
ইতোমধ্যে এ দুজনের ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। কারগারের দুটি ফাঁসির মঞ্চের মধ্যে পুরাতন ফাঁসির মঞ্চেই তাদের ফাঁসি কার্যকর করা হবে। কাশিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে আনা হয়েছে ৭জন জল্লাদ। প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স।
-পরিবারের লোকজনের দাবি অনুযায়ী তাদের মৃতদেহ গ্রামে নেয়া হবে।