জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জ্যানেট ও আলেক্সান্ডার। এ যুগলের প্রেম কাহিনী অনন্য। মাত্র আট বছর বয়সে তাদের দু’জনের পরিচয় হয়। এরপর প্রেম। দু’জনের বয়সের মধ্যে শুধু এক বছরের ব্যবধান।
১৯৪০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর কেটে যায় মধুর ৭৫ বছর। পাঁচ সন্তানের সুখী বাবা-মা হয়ে তারা বাস করতেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। একই সঙ্গে বার্ধক্যে উপনীত হওয়া এ দম্পতি একে অপরকে ছাড়া থাকতে পারতেন না। সংসার জীবনেও তারা কখনও আলাদা থাকেননি। এমনকি কর্মজীবনে আলেক্সান্ডার যখন মার্কিন নৌবাহিনীর টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ করতেন তখনও তারা এক সঙ্গে থাকতেন। ভ্রমণে বের হতেন এক সঙ্গে। তারা দু’জনে ভাবতেন মৃত্যুই হয়তো তাদের আলাদা করতে পারে। তারা সিদ্ধান্ত নেন, অন্তত মুত্যুর আগমুহূর্ত পর্যন্ত এক সঙ্গে থাকবেন। একে অপরের হাতে হাত রেখে, আলিঙ্গনাবদ্ধ অবস্থায় জানাবেন অন্তিম বিদায়। এ বছরের জুনে অসুস্থ হয়ে স্ত্রীর পাশেই শয্যাশায়ী হন আলেক্সান্ডার। এ সময় তারা প্রায়ই স্মরণ করতেন তাদের পূর্ব নির্ধারিত শেষ ইচ্ছের কথা। ১৭ জুন প্রিয়তমা জ্যানেটকে বাহুবন্ধনে নেয়ার এক ঘণ্টার মধ্যেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন আলেক্সান্ডার। এ ব্যাপারে তাদের মেয়ে এমী তোজকো কাশম্যান বলেন, ‘এ সময় মা বাবাকে উদ্দেশ্য করে বলছিলেন, দেখো, এটাই চেয়েছিলে তুমি। আমার বাহুবন্ধনেই বিদায় জানালে তুমি। আমি তোমাকে ভালোবাসি। অপেক্ষা কর, খুব শিগগির আমিও আসছি তোমার কাছে।’ প্রিয়তম আলেক্সান্ডারের মৃতুর ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান জ্যানেট তোজকো। সেবায় নিয়োজিত হজপিসকর্মীসহ (মৃত্যু পথযাত্রীদেও শেষ যাত্রায় সঙ্গ দেয়া সংগঠনের কর্মী) এ দম্পতির সন্তানেরা এ পরিণতিকে স্বর্গীয় বলেই অভিহিত করেছেন। তারা মনে করছেন, জ্যানেট ও আলেক্সান্ডারের প্রেম রথী-মহারথীদের প্রেমের ইতিহাসে অবহেলিত থাকবে না। সান দিয়েগোর মিরামারের একটি সমাধিস্থলে পাশাপাশি সমাহিত করা হয়েছে তাদের। ইন্টারনেট।