জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মোশারফের পালিত এক গাভী ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করছেন শত শত উৎসুক নারী-পুরুষ।
গাভীর মালিক আলহাজ্ব মোশারফ হোসেন জানান, গাভীটি তিনি স্থানীয় হাট থেকে ক্রয় করেছিলেন। গত (১৫ জানুয়ারি) দুপুরে তার গাভীটি একটি বাছুর প্রসব করে। প্রসবের সময় বাছুরটির একে একে ৬ পা বেড়িয়ে আসতে দেখে ভয় পেয়ে যান তিনি। এটিই গাভীটির প্রথম বাছুর। প্রতিবেশীরা এটিকে একটি অলৌকিক বাছুর বলে মন্তব্য করেন।
জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান ভূইয়া জানান, গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুর জন্ম নিতে পারে। এ ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। বর্তমানে গাভী ও বাছুরটি সুস্থ আছে।
Leave a Reply